SHAMIM AHMED BLOG

SHAMIM AHMED BLOG

I am shamim ahmed, I love Bangladesh

Breaking

Wednesday, 6 February 2019

সারা জীবনে কতজনের মুখ মনে রাখতে পারে এক জন মানুষ? জেনে নিন।

February 06, 2019 0
সারা জীবনে কতজনের মুখ মনে রাখতে পারে এক জন মানুষ? জেনে নিন।

সারা জীবনে কতজনের মুখ মনে রাখতে পারে এক জন মানুষ?

পরিবারের সদস্য ছাড়াও অসংখ্য মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। সেই ছোট থেকে আমৃত্যু মানুষকে ঘিরেই আমাদের জীবন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর এরপর চাকরিবাকরি—জীবনকে এমন সোজাসাপ্টা হিসেবে পর্যবেক্ষণ করলেও দেখা যাবে, এই দীর্ঘ যাত্রায় হাজারো মানুষের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। সবার চেহারা, রং একদম আলাদা।

how-many-people-can-you-remember
how many people can you remember

প্রশ্ন আসতেই পারে, কতজনের চেহারা আমাদের মনে আছে?

প্রশ্নটা এভাবেও করা যায়, আমাদের মস্তিষ্ক ঠিক কত জনের চেহারা ধারণ করতে সক্ষম?
এর উত্তর জানলে বিস্মিত হবেন। সাম্প্রতিক এক গবেষণা জানিয়েছে, একটা মানুষ গড়ে পাঁচ হাজার চেহারা মনে রাখতে পারে।

ব্যক্তিগত জীবন ও মিডিয়া থেকে অংশগ্রহণকারীরা ঠিক কতগুলো মুখ স্মরণে আনতে পারেন, তার ওপর গবেষণা করেছেন একদল বিশেষজ্ঞ। অনেক বিখ্যাত মুখও তাঁরা দ্রুত চিহ্নিত করতে পেরেছেন।

মানুষ সাধারণত ছোট দলে ভাগ হয়ে বাস করে। তার চারপাশে শ’খানেক মানুষ তো থাকেই। গবেষণা নিবন্ধটি বলছে, মানুষের মুখাবয়ব চিহ্নিতকরণ সক্ষমতা অনেক। হাজারো চেহারা মনে রাখতে পারে মানুষ।

আধুনিক যুগে আমরা শুধু প্রত্যেক্ষ বা মুখোমুখি যোগাযোগই করি না, আন্তর্জালিক যোগাযোগও করি। সেখানে বহু মানুষের সঙ্গে পরিচিত হই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম... ভার্চুয়াল এ যুগে অনেকের সঙ্গে আমাদের খুব সখ্য, কিন্তু কখনো দেখা হয়নি একটিবারও! তবুও তাঁদের চেহারা চিহ্নিত করতে পারে মানুষ।

চেহারা চিহ্নিতকরণের জন্য একটি সফটওয়্যার:

চেহারা চিহ্নিতকরণের জন্য একটি সফটওয়্যারও আছে, যা বিমানবন্দর ও পুলিশি তদন্তে ব্যবহার করা হয়।
গবেষক দলটির প্রধান ড. রব জেনকিনস বলেছেন, ‘আমাদের গবেষণার মূল ফোকাস ছিল, প্রকৃতপক্ষে মানুষ কত সংখ্যক চেহারা মনে রাখতে পারে—আমরা এখনো জানি না, আমাদের মস্তিষ্ক ঠিক কী পরিমাণ অবয়ব স্মরণে রাখতে সক্ষম।’ তবে একেকজনের সামর্থ্য একেক রকম, এটাও বলেন তিনি। গবেষণায় অংশগ্রহণকারীরা এক ঘণ্টা ব্যয় করেন তাঁদের স্মরণে থাকা মুখগুলোর নাম লিখতে। যেমন স্কুলে যাঁদের সঙ্গে মেশা হয়েছিল, চাকরিতে সহকর্মীরা অথবা পরিবার বা আত্মীয় ইত্যাদি। পরে তাঁরা ধীরে ধীরে বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিকসহ অন্যান্য মাধ্যমের আইকনদের নামও লিখতে থাকেন।
how-many-people-can-you-remember
how many people can you remember
শুরুতে অংশগ্রহণকারীরা ঝটপট নাম লিখতে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তা কঠিন হয়ে পড়ে। এক ঘণ্টা শেষে তা হয় কঠিনতর! এই গতির ওপর গবেষকরা অনুমান করেন, তাঁরা ঠিক কতগুলো অবয়ব স্মরণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের হাজারটা বিখ্যাত মানুষের ছবিও দেখানো হয় এবং জিজ্ঞেস করা হয়, কাদের চিনতে পারছেন তাঁরা।

ফলাফল:

ফলাফল আসে, অংশগ্রহণকারীরা এক হাজার থেকে ১০ হাজারের মতো মুখ স্মরণে আনতে পারছেন।
তবে মুখাবয়ব স্মরণে রাখার প্রাকৃতিক ব্যাপারটাও মাথায় রেখেছিলেন ড. জেনকিনস ও তাঁর সহযোগীরা। এ ছাড়া এটাও একটা কারণ, মানুষ আসলে কথা বলার সময় তাঁর চেহারার দিকে ঠিক কতটা মনোযোগ দিচ্ছে। চেহারা মনে পড়াটা এর ওপরও নির্ভর করে।
how-many-people-can-you-remember
how many people can you remember
একজন মানুষের ওপর অনেক কিছুই প্রভাব ফেলে। সামাজিক পরিবেশও ব্যক্তির ভেতর প্রতিফলিত হয়। ঘনবসতিপূর্ণ অঞ্চলে বসবাসরত ব্যক্তি আর অল্পসংখ্যক মানুষের বসতিতে বেড়ে ওঠা ব্যক্তির মানুষ চেনার সামর্থ্য নিশ্চয়ই এক নয়।

তথ্য প্রকাশ :

ভারতের সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল জানিয়েছে, অংশগ্রহণকারীদের বয়সের গড় ছিল ২৪। পুরো গবেষণা নিবন্ধটি রয়্যাল সোসাইটির সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

Tuesday, 5 February 2019

মোবাইল ফোনের কারণে কি ক্যান্সার হতে পারে?

February 05, 2019 0
 মোবাইল ফোনের কারণে কি ক্যান্সার হতে পারে?

 What can cause cancer due to mobile phones?

Mobile-phone-canser
Mobile phone causes cancer

যতটুকু আমরা জানি, মোবাইল ফোন রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের ভিত্তিতে কাজ করে যা স্বল্প ক্ষমতার বিকিরণ ব্যবহার করে। এক্সরে, আলট্রা ভায়োলেট বা গামা বিকিরণে যা ব্যবহৃত হয়, এটি তারচেয়ে অনেক কম ক্ষমতার। তবে এটিও মানব শরীরে কতটা প্রভাব ফেলে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আমাদের চারপাশে এরকম অসংখ্য বিকিরণ ঘুরে বেড়াচ্ছে। যেমন এফএম বেতারের তরঙ্গ, মাইক্রোওয়েভ আর বাতির বিকিরণ। তাই বর্তমান বিশ্বে মোবাইল ফোনের সহজলভ্যতার সাথে পাল্লা দিয়ে এর রেডিয়েশন নিয়ে দুশ্চিন্তাও বাড়ছে। অনেকেই বলছেন “বেশি সময় ফোন কানে নিয়ে কথা বললে মস্তিষ্কে ক্যান্সার হতে পারে… পকেটে মোবাইল ফোন রাখলে রেডিয়েশন থেকে শারীরিক ক্ষতিসাধন হতে পারে” তবে আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটে বলা হচ্ছে, মোবাইল ফোন হয়তো ব্রেন টিউমার বা মাথা বা গলার টিউমারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে।

কিন্তু এ ব্যাপারে বিজ্ঞান কী বলছে? এমন কোনো গবেষণা কি আছে যা দ্বারা প্রমাণ হয় মোবাইল ফোনের রেডিয়েশন থেকে মানুষের ক্যান্সার হতে পারে? সেই প্রশ্নের উত্তর খুঁজব এই পোস্টে।

মোবাইল ফোন থেকে বিকিরণ

(এসএআর-এর মাত্রা অনুযায়ী)*

১.৬৮
ওয়ানপ্লাস ফাইভ-টি
১.৬৪
হুয়াওয়ে মেট নাইন
  • ১.৫১ নকিয়া লুমিয়া ৬৩০
  • ১.৪৮ হুয়াওয়ে পি নাইন প্লাস
  • ১.৪৪ হুয়াওয়ে জিএক্স এইট
  • ১.৪১ হুয়াওয়ে নোভা প্লাস


রেডিয়েশন! রেডিয়েশন!!

আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা কেনই বা মোবাইল ফোনের রেডিয়েশন নিয়ে এতটা দুশ্চিন্তায় আছি? এর কারণ হচ্ছে, রেডিয়েশন শব্দটার মাঝেই আমরা একধরনের ভয় পাই, যে এই অদৃশ্য শক্তির নিশ্চয়ই অনেক ক্ষমতা! বিশেষ করে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে যুক্তরাষ্ট্র কর্তৃক পারমাণবিক হামলায় রেডিয়েশনে মানুষের ক্ষতির কথা জানার পর থেকে রেডিয়েশন শব্দটাই আমাদের কাছে একটা নেতিবাচক অর্থ দাঁড়া করাচ্ছে। 
mobile-phone-cancer

 তাহলে মোবাইল ফোনের তরঙ্গ থেকে মানুষের কি ক্যান্সার হতে পারে? সত্যি কথা বলতে গত কয়েক বছর ধরেই বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করছেন। তবে এখন এ সংক্রান্ত সকল প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া এখনো যায়নি।

গবেষণা কী বলছে?

গত বছর প্রকাশিত আমেরিকান সরকারের একটি গবেষণায় কতগুলো ইঁদুরের উপর খুবই উচ্চমাত্রার সেলফোন রেডিয়েশন প্রয়োগ করা হলে দেখা যায় কিছু পুরুষ ইঁদুরের হৃদপিণ্ডে এক ধরনের টিউমার সৃষ্টি হয়েছে। কিছু পুরুষ ইঁদুরের ব্রেইনেও টিউমার ধরা পড়ে। অবশ্য, স্ত্রীজাতীয় ইঁদুরে এই সমস্যা দেখা যায়নি। এর সাাথে যোগসূত্র থাকার ব্যাপারে একটি প্রেস রিলিজও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রোমেন্টাল হেলথ সায়েন্সেস।
তবে যুক্তরাষ্ট্রের আরেকটি সরকারি সংস্থা এফডিএ এ ব্যাপারে বলছে, বর্তমানের সেফটি লিমিট অনুযায়ী সেলফোন থেকে বিকিরিত রেডিওফ্রিকোয়েন্সি এনার্জি (বেতারতরঙ্গ শক্তি) মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ বলে এফডিএ বিশ্বাস করে।
যদিও এসব ব্যাপারে এখনও গবেষণা চলছে।
সেলফোনগুলো থেকে অবশ্যই পরিবেশে রেডিয়েশন হচ্ছে। কিন্তু তার মানে এই না যে এটা একটা পারমাণবিক বোমা থেকে বা এক্সরে মেশিন থেকে প্রাপ্ত রেডিয়েশনের মতো শক্তিশালী!

মোবাইল ফোনের রেডিয়েশন কি ক্ষতিকর?

রেডিয়েশন বিভিন্ন রকম হতে পারে। অ্যামেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটে বলা হয়েছে, সেলফোনের রেডিয়েশন হচ্ছে রেডিওফ্রিকোয়েন্সি রেডিয়েশন যা মানুষের দেহকোষকে ক্ষতিগ্রস্ত করে টিউমার সৃষ্টি করার মতো যথেষ্ট শক্তিশালী নয়। এগুলোকে বলে ‘নন-আয়োনাইজিং’ রেডিয়েশন বলে, যা কোষে ডিএনএ এর রাসায়নিক বন্ধন ভেঙে ক্যান্সার তৈরি করতে সক্ষম নয়। এ ধরণের আরও কিছু ‘নন-আয়োনাইজিং’ রেডিয়েশন হচ্ছে এফএম রেডিওর তরঙ্গ, মাইক্রোওয়েভ এবং দৃশ্যমান আলো। 
mobile-phone-cancer

 অ্যামেরিকান ক্যান্সার সোসাইটি আরও বলছে, অনেক বেশি মাত্রায় মোবাইল ফোনের তরঙ্গ যদি মানবদেহের সংস্পর্শে আসে, তাহলে এটি শরীরের কোষের উষ্ণতা বাড়িয়ে দিতে পারে (মাইক্রোওয়েভ ওভেন যেভাবে কাজ করে আরকি)। সেইসাথে সাইটটি এটাও বলছে,
মোবাইল ফোন থেকে বিকিরিত তরঙ্গের শক্তি এতটাই কম, যে তা মানুষের কোষের উষ্ণতা বৃদ্ধি করার জন্য যথেষ্ট না

যদি… কিন্তু… তাই…

অবশ্য সবকিছুর পরেও সেলফোন রেডিয়েশনকে ক্ষতিকর মনে করার জন্য অনেক তথ্য উপাত্ত হয়ত আপনি পাবেন, যেহেতু বিজ্ঞানীরাও এখনো সম্পুর্ন পরিষ্কার নন বিষয়টি নিয়ে। শত শত গবেষণা হয়েছে, কিন্তু সরাসরি সেলফোন রেডিয়েশনকে মানুষের জন্য ক্যান্সারের কারণ বলে কেউ ১০০% প্রমাণ করতে পারেনি। তবে বিজ্ঞানীরা বরাবরই এর ঝুঁকির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন
দিনে দিনে নেটওয়ার্কে পরিবর্তন আসছে। ইঁদুরের ওপর পরিচালিত উপরোক্ত গবেষণা ২জি, ৩জি নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি দিয়ে করা হয়েছে। এখন ৪জি ও ৫জি এর যুগ। তাই সময়ের সাথে মোবাইল ফোনের বিকিরণ মানবদেহে কেমন প্রভাব ফেলে সে ব্যাপারে উপসংহার টানার সময় এখনও হয়নি।
তবে যেহেতু বিজ্ঞানীরা আগাম সতর্কতা হিসেবে মোবাইল ফোনের তরঙ্গ থেকে যতটা সম্ভব দূরে থাকতে পরামর্শ দিয়েছেন, তাই আমাদের অবশ্যই যতটা সম্ভব মোবাইল ব্যবহার কমানো উচিত। সেই সাথে মোবাইল ফোন এর অতিরিক্ত ব্যবহার যেন আমাদের যান্ত্রিক না করে দেয় সেদিকে খেয়াল রাখাটাও অনেক দরকার।




ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক!!!

February 05, 2019 0
 ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক!!!
ভিডিও কলের জন্য বিশেষ ডিভাইস আনলো ফেসবুক !!!
কিছুক্ষণের জন্য গুজব ছিল, ফেসবুক কিছু দেখতে পারে। কিন্তু কেউ এটা ঠিক মত বলতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট থেকে 5 লাখ ব্যবহারকারী হ্যাকিং আক্রমণের খবর! যদিও ফেসবুক ক্যামব্রিজ বিশ্লেষকদের মত দেখাচ্ছে, এই বিভ্রান্তিটি দমন করা হয়েছে, তবে কোম্পানিটিকে জিডিপিআর এবং অন্যান্য আইনি প্রক্রিয়া অতিক্রম করতে হবে। জরিমানা একটি বিশাল পরিমাণ হতে পারে। কিন্তু এই সব ফেসবুক হঠাৎ নতুন কিছু মুক্তি পেয়েছে। কোনও অ্যাপ্লিকেশন বা অ্যালগরিদম পরিবর্তন করা, এটি আজ আলোতে আসে, নতুন দুটি হার্ডওয়্যার, যার নাম 'পোর্টাল'
facebook-launches-special-device-for-video-call
Facebook launches special device for video call
কি?
না, একটি অনলাইন নিউজ পোর্টাল নয়। এটি ফেসবুকের নতুন ভিডিও কলিং ডিভাইস। উভয় ট্যাবলেট একটি পোর্টাল পোর্টাল এবং পোর্টাল প্লাস (পোর্টাল) সহ ফেসবুক দ্বারা প্রকাশিত হয়েছে।
তারা ইন্টারনেটে যোগ করা হয় এবং আপনি আপনার ফেসবুক মেসেঞ্জার একাউন্টে লগ ইন করে অন্য ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীদের সাথে ভিডিও কল করতে পারেন। এমনকি গ্রুপ কলিং সম্ভব
fb ভিডিও কল ডিভাইস
ইতিমধ্যে উল্লিখিত,
পোর্টাল মোট দুই মডেল। তাদের মধ্যে একটি পোর্টাল একটি ডিভাইস যা 10-ইঞ্চি টাচস্ক্রীন, ফ্রন্ট ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকারের সাথে ডেস্ক ক্যালেন্ডারের মত দেখাচ্ছে। এর পর্দা রেজোলিউশন 1280 x 800 পিক্সেল।
অন্যদিকে, পোর্টালটিতে 15 ইঞ্চি 1920 x 1080 পিক্সেল রেজুলেশনের একটি স্পর্শ পর্দা রয়েছে। ক্যামেরা, মাইক্রোফোন এবং স্পিকার আছে।
উভয় ডিভাইস অ্যামাজন আলেক্সা ভয়েস সরবরাহকারী অন্তর্নির্মিত আছে, তাই আপনি ভয়েস কমান্ড দিয়ে অনেক কিছু করতে পারেন। ভিডিও কল চলাকালীন ভিডিও কল অনুযায়ী, এর এআই ক্যামেরা ফ্রেম সমন্বয়। নয়েজ মিনিমাইজার এবং মেসেঞ্জার ভিডিও ফিল্টার / স্টিকার এবং ফ্রেম। অতিরিক্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করা যাবে।
ইতোমধ্যেই ফেসবুক পোর্টাল পোর্টাল পোর্টাল.ফেসবুক.com এর প্রাক অর্ডারটি মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে, যা নভেম্বরে পাওয়া যাবে। পোর্টালের দাম 199 ডলার, পোর্টালের মূল্য 349 ডলার। একসঙ্গে দুই কিনুন এবং $ 100 ছাড় পান

Saturday, 2 February 2019

Aritel New Sim Offer -SHAMIM AHMED BLOG

February 02, 2019 0
Aritel New Sim Offer -SHAMIM AHMED BLOG

Aritel New Sim Offer

Enjoy the best offers on new Airtel prepaid connection!
Price:100 Tk
Preloaded amount  :5 Tk. valid for 90 days (*778#)
Free Internet:50 MB valid for 10 days (*8444*88#)
Landing Tariff:1.2 paisa/sec (anynet)  

Aritel New Sim Offer

Aritel-New-Sim-Offer
Aritel New Sim Offer

 

1st Recharge Offer:

Recharge 61 Tk within the first 30 days of activation
Main Account:42 Tk (*778#)
Internet:2 GB valid for 10 days (*8444*88#)
Special Call rate:0.9 paisa/sec (anynet, anytime)
Repeat Validity:Every 30 days spend 89 Tk and get the special call rate renewed for the next 30 day.

 Aritel New Sim Offer

Offer 1:

Get 1 GB internet at only 9 Tk for the next 10 recharge!
Condition 1During first 10 months
Condition 2 1 time in a month
 1 GB X 1 time in a month X 10 months = 10 GB 
Every time:
Main account0 Tk (*778#)
Internet1 GB valid for 7 days (*8444*88# or *3#)
Therefore: Total 10 GB
First 30 days1 GB/9Tk
Second 30 days1 GB/9Tk
Third 30 days1 GB/9Tk
Fourth 30 days1 GB/9Tk
Fifth 30 days1 GB/9Tk
Sixth 30 days1 GB/9Tk
Seventh 30 days1 GB/9Tk
Eighth 30 days1 GB/9Tk
Ninth 30 days1 GB/9Tk
Tenth 30 days1 GB/9Tk

Offer 2:

Get additional 1 GB internet @31Tk valid for 7 days + 1 GB 4G internet valid for 15 days (anytime, *8444*88# or *3#)
Condition 1UNLIMITED times
Condition 2First 3 months
TotalAs many times as you want

Aritel New Sim Offer

Terms & Conditions:

  • Both Offer 1 & Offer 2 are available for Acquisition and New Prepaid Sim Offer.
  • Customers may enjoy bonus within 24 hours of activation
  • If the rates are not mentioned then the regular prepaid charge will be applicable (SMS: 0.39 Tk; international SMS: 2.5 Tk)
  • VAT, SD and SC applicable
  • The 30 days cycle of 1GB/9Tk, 1GB/31Tk and special call rate will start once the 61Tk is activated
  • To enjoy first 4G bonus customers need to have 4G enabled handset, USIM and coverage of 4G network
  • Before 4G activation, the validity of 4G bonus will remain N/A. Once the 4G is activated user may enjoy validity of 15/30 days
  • The authority has all the rights to change the rates anytime.

GP Internet offer 2019!!! 2Gb @44tk 3 days

February 02, 2019 0
GP Internet offer 2019!!! 2Gb @44tk 3 days

২ জিবি ৩ দিন (অ্যাক্টিভেশন + ২ দিন) মেয়াদে মাত্র ৪৪ টাকা

২ জিবি, মেয়াদ ৩ দিন

শর্তাবলী:
  • ৪৪ টাকায় ২জিবি ৩ দিন (অ্যাক্টিভেশন + ২ দিন) মেয়াদে 
  • অ্যাক্টিভেশন কোড : *১২১*৩২৪২#
  • পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত অফারটি চলবে
  • সকল জিপি গ্রাহকের জন্য অফারটি প্রযোজ্য
  • অটো রিনিউয়াল প্রযোজ্য নয়
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*৪#
  • অফারটি স্কিটো গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়
  • প্রতিবার ইন্টারনেট প্যাক শেষ (মেয়াদ/ভলিউম) হবার পর সর্বোচ্চ PayGo রেট  ৫.৬ টাকা/প্রতি মাসে (VAT,SD,SC অন্তর্ভুক্ত)
  • অফার সক্রিয় থাকা অবস্থায় গ্রাহক পুনরায় এই প্যাক (৪৪ টাকায় ২ জিবি) ক্রয় করলে অব্যবহৃত ডাটা ভলিউম নতুন প্যাকের সাথে যোগ করা হবে
  • ইন্টারনেট অফার বাতিল করতে ডায়াল *১২১*৩০৪১#
  • ইন্টারনেট প্যাকগুলির সমস্ত শর্তাবলী এখানে প্রযোজ্য হবে

Friday, 1 February 2019

রবি বন্ধ সিম অফার!!! 3GB with 75 minutes@Tk48 recharge -2019

February 01, 2019 0
রবি বন্ধ সিম অফার!!! 3GB with 75 minutes@Tk48 recharge -2019


বন্ধ সিম অফার

robi new sim offer; robi winback offer; robi new sim 2019; robi bondo sim ar offer; রবি বন্ধ সিম অফার!!! 3GB with 75 minutes@Tk48 recharge -2019; রবি বন্ধ সিম অফার!!!; রবি বন্ধ সিম অফার;
Robi Winback offer 2019
রবি-র 4.5G নেটওয়ার্কে ফিরে এসে উপভোগ করুন

৩জিবি সাথে ৭৫ মিনিট কিনুন ৪৮টাকা রিচার্জে

  • ৩জিবি (২জিবি যেকোনো ব্যবহারের জন্য +১জিবি শুধুমাত্র 4G তে ব্যবহারের জন্য
  • ৭৫ মিনিট যেকোনো লোকাল নম্বরে ব্যবহারের জন্য
  • মেয়াদ ৭দিন (২৪ঘন্টা )
    ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল *3# এবং মিনিট চেক করতে ডায়াল *222*2#

  • এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A <>০১৮xxxxxxxx লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে অথবা ডায়াল *৮০৫০# এবং নির্দেশাবলি অনুসরণ করুন
  • পরবর্তী ঘোষণা পর্যন্ত এই অফার চলবে
  • যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রবি যেকোন সময় অফার পরিবর্তন কিংবা সম্পাদনা করতে পারবে।

 

Thursday, 31 January 2019

সাবধান! ফ্রি ইন্টারনেট চালাতে গিয়ে প্রতারণার শিকার হবেন না!

January 31, 2019 0
 সাবধান! ফ্রি ইন্টারনেট চালাতে গিয়ে প্রতারণার শিকার হবেন না!
ফ্রি ইন্টারনেট
Robi Internet hack
আপনার “মোবাইলে ফ্রি ইন্টারনেট চালান, ‘অমুক’ অপারেটরকে বাঁশ দিন” – এই শিরোনামে শত শত পোস্ট বিভিন্ন বাংলা ব্লগসাইট ও ফেসবুক পেজে দেখে থাকবেন। অনেকে প্রক্সি/ কাস্টম অপেরা মিনি প্রভৃতি উপায়ে কখনও কখনও ‘বিনামূল্যে’ ইন্টারনেট চালাতে সফলও হয়ত হয়েছেন। কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগকারী মোবাইল অপারেটরগুলোকে বোকা বানানো বা ‘বাঁশ দেওয়া’ সহজ কাজ না।
‘প্রক্সিম্যান’রা (অর্থাৎ যারা প্রক্সি ইউজ করে :P) একের পর এক নতুন পন্থা বের করে চলে আর মোবাইল কোম্পানিগুলো তাদের প্রযুক্তিতে আপডেট এনে সেগুলো রোধ করার চেষ্টা করে। আমি যতজন প্রক্সিম্যান দেখেছি তারা সবাইই কোনো না কোনো সময় তাদের প্রক্সি সিস্টেমে গণ্ডগোল পেয়েছে এবং ফ্রি ইন্টারনেট ব্যবহার বন্ধ করতে হয়েছে।

তাই বলে প্রক্সি থেমে থাকেনি। ‘গবেষণা’ চলছেই। আর এরই মধ্যে এই প্রক্সি নিয়ে অনেকে খুলেছেন ব্যবসা।

কীসের ব্যবসা? এটা আসলে পুরোদস্তুর প্রতারণা। ফেসবুকে আজকাল অনেকেই বলে ‘ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চাও, তাহলে আমার এই পেইজ লাইক দাও”! কেউ কেউ আবার বলে “অমুক অপারেটরকে বাঁশ দিয়ে ফ্রি ইন্টারনেট চালাও, বিস্তারিত জানতে আমাকে অ্যাড/ ফলো করো”!

অনেকে লোভে পড়ে ওসব পেজে লাইক দেয় এবং প্রোফাইলগুলোকে ফলো করে। এতে “অ্যাড মি” ফেসবুকারের ‘বন্ধু’ বাড়ে আর তথাকথিত পেইজ অ্যাডমিনদের ফ্যান বাড়ে, ফলে ভবিষ্যতে অন্যান্যদের পেজ প্রোমোট করে অর্থ উপার্জনের রাস্তা পরিষ্কার হয়।
কিন্তু এভাবে আর কতদিন? মনে রাখবেন, লোভ করা ভাল না। আর অসাধু উপায়ে যেকোনো কিছু পেতে চাইলে তার মধ্যে গড়মিল হবেই।
বাংলাদেশের ‘রবি’ মোবাইল অপারেটরের গ্রাহকরা এই বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছেন। অনেকেই হয়ত ব্লগে বা ফেসবুকে এরকম কোনো পোস্ট দেখেছেন যাতে লেখা,

“পোষ্টটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদের জানান এবং সবাই এই নিয়মটি ফলো করুন আর নতুন অফারটি গ্রহন করুন::– আপনারা যারা রবি সিম ব্যাবহার করেন তারা জানেন, কিছুদিন আগে রবি সিম এ ইন্টারনেট একদম ফ্রি করে দিয়েছিলো। এখন সেটা না দিলেও (অল্প কিছু টাকাতে) রবি দিচ্ছে 35 টাকার 1GB ধামাকা Offer।মোবাইলে 40 টাকা রাকবেন, এর পর MESSAGE এ 35 লিখে SEND করবেন (এখানে একটা শর্ট কোড) এই নাম্বারে। এখন আপনার মোবাইলে একটা কনফার্ম মেসেজ আসবে, তারপর আপনি ডায়াল করুন (এখানে আরেকটি শর্ট কোড) বেশ আপনার কাজ শেষ। ৩১৮ টাকার 1 G.B অপনি পাবেন মাত্র ৩৫ টাকায়”

এরকম আরও কিছু পোস্ট আছে যেগুলো শুরু হয় এভাবে “এইমাত্র হ্যাক হল বাংলাদেশের ২য় বৃহত্তম মোবাইল অপারেটর রবির ইন্টারনেট…” 

এবার আসল কথায় আসি। উপরে যে ‘রবির হ্যাক অফার’টি দেয়া আছে, সেটি মূলত একটি ধান্ধাবাজি। আপনি যদি ফ্রি/হ্যাকড ইন্টারনেটের লোভে উপরের নিয়ম অনুসরণ করেন, তাহলে আপনার মোবাইল থেকে ব্যালেন্স ট্র্যান্সফার হয়ে শর্ট কোডের মধ্যে থাকা রবি নাম্বারে চলে যাবে। অর্থাৎ উপরের পদ্ধতি অনুসরণ করলে আপনার মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাবে, যা সেই শর্টকোডে থাকা একাউন্টে জমা হবে। অনেকেই এটা করে প্রতারণার শিকার হয়েছেন এবং এই লোভে কিছু লোক আজও একই পোস্ট করে যাচ্ছে।
রবি’তে এক মোবাইল থেকে অন্য মোবাইলে ব্যালান্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন হয়না। ট্রান্সফারের জন্য ম্যাসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ (যেমন, ২০) লিখুন এবং ১২১২০১৮xxxxxxxx নম্বরে এসএমএস পাঠিয়ে দিন (এখানে ০১৮xxxxxxxx হচ্ছে ব্যালান্স গ্রহণকারীর নম্বর)।
এবার দেখুন তো, উপরের ভুয়া ইন্টারনেট পোস্টের সাথে মেলে কিনা! এই লিংকে রবি’র ব্যালেন্স ট্র্যান্সফারের বিস্তারিত নিয়ম দেখতে পারেন।
আপনি যেভাবে ইচ্ছা ইন্টারনেট ব্যবহার করেন, শুধু এগুলো প্রয়োগের আগে কমন-সেন্স ও অন্যান্য উৎস দিয়ে যাচাই করে নেবেন আপনি আসলে প্রতারণার শিকার হচ্ছেন না তো?
আজকের পোস্টে আমি কিন্তু প্রক্সিম্যানদের দোষ দিইনি। মোবাইল অপারেটরদের পক্ষেও কিছু বলিনি। শুধু বলতে চেয়েছি, আপনারা ইন্টারনেটে যেকোনো ফ্রি/ডিসকাউন্ট অফার দেখলেই ঝাঁপিয়ে পড়বেন না। খুব ভেবেচিন্তে এগোবেন। আপনাদের সবার সময় ভালো কাটুক। ধন্যবাদ।
 

Monday, 21 January 2019

Samsung SM-J200G Flash File Tested

January 21, 2019 0
Samsung SM-J200G Flash File Tested

Download Samsung SM-J200G Stock Firmware (flash file)

Samsung SM-J200G Flash File
samsung j2 flash file
File Name: J200GDDU1AOI3_J200GODD1AOI3_INS.zip;
Country: India
File Size: 938 MB
Android Version: 5.1.1
How to Flash: Follow Tutorial
Firmware Link: Click here to Start Download

Readme Once:
[*] Take a Backup: If you are going to flash the above Firmware on your Samsung SM-J200G device, then take a backup of everything as because your personal data will be deleted after flashing the stock firmware.
[*] The firmware shared on this page is officially released by the company and helps you to recovery your device if you ever got bootloop, software error, update error, hanging and dead issue.

Monday, 7 January 2019

দেখুন কিভাবে wap4dollar এর ads mywapblog এ বসাবেন।

January 07, 2019 0
দেখুন কিভাবে wap4dollar এর ads mywapblog এ বসাবেন।

যারা ব্লগ ব্যাবহার করেন তারা প্রত্যেকেই চায় ব্লগ থেকে টাকা উপার্যন করতে। আর এই টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হলো Google Adsanc. কিন্তু বর্তমানে গুগল এডসেন্স সবাইকে এড প্রচার করার ক্ষমতা দেয় না।
যার কারনে প্রত্যেকেই বিকপ্ল উপায় খুজেন। আর এই বিকল্প উপায়ে টাকা উপার্জনের আরেকটা মাধ্যম হলো wab4dollar.


চলুন আজকে জেনে নেই কিভাবে wap4dollar এর ads mywapblog সাইটে বসাবেন এর জন্য প্রথমে আপনাকে wap4dollar এ একটি একাউন্ট খুলতে হবে। 

তার জন্য প্রথমে এখানে যান তাপর রেজেস্ট্রিশন কমপ্লিট করুন।এক্ষেত্রে একটা পরামর্শ সেটা হলো আপনি যদি কারও রেফারেন্সে একাউন্টটি খোলেন সেক্ষেত্র আপনি এবং যাকে রেফারেন্সে হিসেবে দিবেন দুইজনেই পেয়ে যাবেন 0.25 points. আর যদি কারও রেফারেন্সে না খোলেন তবে কেউই কোন বোনাস পয়েন্ট পাবেন না। আর উপরের লিঙ্কের মাধ্যমে আপনি একাউন্ট খুললে আমার রেফারেন্সে একাউন্টটি খুলবেন।এবার আপনার মূল কাজ শুরু প্রখমে লগইন করুন। একটু নিচে দেখবেন Get JavaScript Code লেখা আছে। এবার JavaScript এ ক্লিক করুন। বক্সে কিছু কোড দেখবেন এগুলো কপি করুন। এবার আপনার mywapblog সাইটে লগ ইন করুন। Dashboard এ যান নিচে দেখবেন ads লেখা আছে সেখানে ক্লিক করুন। এবার smart phone এ ক্লিক করুন। একটা বড় বক্স আসবে সেখানে JavaScript কোডটা pest করে save করে দিন। ইনশাআল্লাহ গেরান্টি দিয়ে বলতে পারি ২৪ ঘন্টার মধ্যে আপনার কোড সাবমিট করা হয়ে যাবে।